Edit Menu (Undo, Redo, Cut, Copy)
আমরা গত পোস্ট পর্যন্ত যা শিখেছি তাতে Microsoft Office Word কিভাবে File তৈরি করে, সংরক্ষণ করে। এখন আমরা শিখবো ডকুমেন্টটি প্রয়োজনে কিভাবে সম্পাদনা করা যায়। এম এস ওয়ার্ডে ফাইল সম্পদনা করতে Edit Menu ভালভাবে আয়ত্ত করলে এম এস ওয়ার্ডে কাজ খুব সহজ হয়ে যায়।Edit Menu
Sl No
|
Menu
|
Description
|
Shortcut
|
2.1
|
Undo
|
লক্ষ
করুন, আপনি যা যা লিখেছেন তার মাঝে দুই একটি ভুল থাকতেই পারে , ঠিক যেই সময় লিখছেন
সেই মুহূর্তেই যদি টের পান। অবশ্যই ভুলটি সঙ্গে সঙ্গে সংশোধন করে নিবেন। আসুন তাহলে
শিখে নিই এই সিস্টেম। লক্ষ করুন, Do মানে কি? – করা, Do এর সাথে একটি Un লাগিয়ে দিলে
কি হবে? নিশ্চয় নাবোধক অর্থে! হ্যাঁ যা ভাবছেন তাই, “না করা“, অর্থাৎ আপনি যদি কোন
কাজ করছেন সেটি না করতেন তাহলে কি অবস্থায় থাকতো সেই কাজটি বুঝতে পারছেন না? আসুন
বিস্তারিত বলি ধরুন আপনি লিখছেন A Quick Brown Fox Jumps Over The Lazy Cat. এখানে
Lazy Cat. না হয়ে হতো Lazy Dog. এখন আপনার কি করা লাগবে Cat বাদ দিয়ে Dog লিখবেন।
কেমন বুঝতে পারছেন তো? আসুন বুঝিয়ে দিই Edit Menu তে যান, দেখুন প্রথমে Undo
পাবেন, ক্লিক করুন, দেখুন আপনার লেখা পূর্বের
অবস্থায় ফিরে যাচ্ছে। আবার Undo তে ক্লিক দিন, আরো পূর্বাবস্থায় ফিরে
যাচ্ছে।
Standard
Tools Bar থেকে
![]() |
Ctrl+Z
|
2.2
|
Redo
|
করাকে
Un লাগিয়ে না করা তে নিয়েছি, এবার আসুন আমরা না করাকে পুনরায় করাতে রুপান্তর করি।
পুনঃ এর ইংরেজী কি? নিশ্চয় Re! তাহলে পুনরায় করার ইংরেজী? Redo. তাহলে এখন
আপনি Undo করে কোন লেখা যদি পুর্বের অবস্থায় নিয়ে থাকেন Edit Menu তে যান Redo তে
ক্লিক দিন। দেখুন আপনার লেখা Undo করার আগের অবস্থায় ফিরে যাচ্ছে।
Standard
Tools Bar থেকে
![]() |
Ctrl+Y
|
2.3
|
Cut
|
আমরা
যা কিছু লিখি তা কাজের প্রয়োজনে এক স্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করা লাগতে পারে।
তাই তখন প্রয়োজন পড়ে লেখাটি যেখানে আছে সেখান থেকে কেটে ঠিক যেখানে নিতে চাই সেখানে
বসানোর।
কোন
লেখা Cut করতে প্রথমেই লেখাটি সিলেক্ট করতে হবে তার পর Edit মেনুতে
গিয়ে Cut ক্লিক। দেখুন আপনার সিলেক্ট করা লেখাটি আর নেই। এখন পছন্দমত জায়গায়
কার্সর রেখে Paste করলেই লেখাটি সেখানে স্থানান্তর হয়ে যাবে।
Standard
Tools Bar থেকে
![]() |
Ctrl+X
|
2.4
|
Copy
|
অনেক
ক্ষেত্রে একই শব্দ বার বার লেখার প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে বার বার না লিখে
সেই শব্দটি একবার Copy করে নিয়ে প্রয়োজনীয় স্থানে Paste করলেই
হবে।
কোন
শব্দ Copy
করতে প্রথমেই শব্দটি সিলেক্ট করতে হবে তার পর Edit মেনুতে গিয়ে Copy
ক্লিক। এবার কাঙ্খিত স্থানে কার্সর রেখে Paste করলে সেখানে Copy করা
সেই শব্দটি লেখা হয়ে যাবে।
Standard
Tools Bar থেকে
![]() |
Ctrl+C
|
আজ এই পর্যন্তই, আপনার প্রশ্ন লিখুন কমেন্টে। নিয়মিত ভিজিট করুন। নিয়মিত আপ টু ডেট পেতে আমাদের পেজে লাইক দিন।