Translate

১. MS WORD IN BANGLA বাংলায় এম এস ওয়ার্ড



প্রোগ্রাম পরিচিতি ও লেখালিখি অনুশীলন

বর্তমান বিশ্বের প্রতিটি ক্ষেত্রই চলছে প্রযুক্তির ওপর ভর করে। তাই প্রযুক্তিজ্ঞানশুন্য কোন ব্যক্তি যেন অচলের সামিল। আর সে কারনেই সকল বয়সের সকল শ্রেণীর মানুষের প্রযুক্তির কোন না কোন শাখা সম্পর্কে জ্ঞান থাকা বাঞ্ছনীয়।
প্রযুক্তির গুরুত্বপূর্ণ সব শাখার মধ্যে কম্পিউটার অন্যতম এবং অনেকেই বিশেষ করে তরুণ প্রজন্ম কম্পিউটারের প্রতিই বেশি আগ্রহ প্রকাশ করে থাকে। মানসিক দিক থেকে যতই আগ্রহ থাক, অনেকেরই সম্ভব হয়ে ওঠেনা সঠিক পদ্ধতিতে কম্পিউটার শেখার ব্যপারে। এর অনেক গুলো কারণের মধ্যে একটা কারণ সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত নোটের অপ্রতুলতা।
অনেকেই অনলাইনে খুব খোঁজেন টিউটরিয়াল, অনেকে খুঁজে পেয়েও যান কিছু নোট। তবে তার বেশির ভাগ অসম্পূর্ণ। আমি আপনাদের জন্য ধারাবাহিক ভাবে শুরু থেকে সকল পদ্ধতি সমুহ তুলে ধরছি, যদি কোন কিছু ছাড়া পড়ে যায় আর কোন অভিজ্ঞ ব্যক্তির দৃষ্টিতে পড়ে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন মেইল বা ফোনে।
তাই যাঁরা নতুন কম্পিউটার শিখতে চাচ্ছেন তাঁদের জন্য কিছু নোট প্রকাশ করবো ধারাবাহিক ভাবে। আপনাকে একটু নিজ দায়িত্বে মাঝে মাঝে ব্রাউজ করে দেখে নিতে হবে।
বিশ্ববিখ্যাত মাইক্রাসফট কর্পোরেশন কর্তৃক আবিষ্কৃত Microsoft Office Program’সারাবিশ্বে অনেক জনপ্রিয় একটি প্রোগ্রাম, যা সবধরণের অফিস, আদালত,শিক্ষাপ্রতিষ্ঠান তথা সকল প্রতিষ্ঠানের সাধারণ সব কাজে ব্যবহৃত হয়। Office Application কম্পিউটার শেখার শুরুতেই অবশ্যই মাইক্রাসফট অফিস প্রোগ্রামের অন্তর্ভূক্ত ‘MICROSOFT WORD’ ভালভাবে শিখে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। MICROSOFT WORD এ মুলত লেখালেখির কাজ করা হয়, তার সাথে সাথে ড্রয়িং বা ডিজাইনের কাজও করা হয়। আর লিখতে না জানলে কম্পিউটারের কোন কাজই সহজ মনে হবেনা, ঠিক যেমন কেউ বর্ণমালা না জানলে সে অবশ্যই লেখা পড়া কোনটিই পারবনা তেমনি। তাই সবার আগে লেখালেখির কাজটি শিখে নিন।
আপনি প্রথমেই কম্পিউটার চালু করুন। কম্পিউটার পুরোপুরি চালু হয়ে গেলে Microsoft word চালু করূন। এবার কীবোর্ডে (F) বাটনে বাম হাতের তর্জনী আঙ্গুল রেখে তার বামের বাটনে মধ্যমা তার বামে অনামিকা তার বামে কনিষ্ঠা আঙ্গুল বসান, এর পরে (J)বাটনে ডান হাতের তর্জনী আঙ্গুল রেখে তার ডানের বাটনে মধ্যমা তার ডানে অনামিকা তার ডানে কনিষ্ঠা আঙ্গুল বসান। এবার লিখা শুরু করুন এভাবে, (বাম কনিষ্ঠা aaa) (ডান কনিষ্ঠা ;;;) (বামঅনামিকা sss) (ডান অনামিকা lll) (বাম মধ্যমা ddd) (ডান মধ্যমা kkk) (বাম তর্জনীfff) (ডান তর্জনী jjj) এবার দেখুন G এবং H বাটন দুটি বাকী আছে এই লাইনের মধ্যে। আপনার সব গুলো আঙ্গুল ঠিক রেখে শুধু বাম এবং ডান তর্জনী দিয়ে যথাক্রমে (ggg) এবং (hhh) লিখুন।
পরিচিতি

খেয়াল করুন আপনি লিখেছেন (aaa ;;; sss lll ddd kkk fff jjj ggg hhh) মনে রাখবেন প্রতিটি বাটন তিনবার চাপার পর বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্পেস বাটনে চাপ দিন, তাহলে প্রতিটা শব্দের পর এবটি করে ফাঁকা স্থান তৈরি হবে। এই দশটি বাটন ঠিকঠাক চাপা হয়ে গেলে ইন্টার বাটন চাপুন, তাহলে আর একটি লাইন তৈরি হয়ে যাবে।


আজ এখানেই এর পর কোন একদিন লেখালিখি সম্পর্কে আরও কিছু লিখবো।


 না দেখে লিখা অনুশীলন